সিরাজগঞ্জের আলোচিত পরকীয়া প্রেম অতঃপর ‘বউ বদল’ ! এ নিয়ে এলাকায় ব্যাপক চা...

সিরাজগঞ্জের আলোচিত পরকীয়া প্রেম অতঃপর ‘বউ বদল’


সিরাজগঞ্জে আলোচিত পরকীয়া প্রেমের পরিণতিতে একে অপরের বউ বদলের ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশবাড়িয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে সেলিম মালয়েশিয়া থাকা অবস্থায় তার স্ত্রী সোমা খাতুনের সঙ্গে একই গ্রামের পরাণ শেখের ছেলে সোহেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই এক পর্যায়ে সোহেল তার প্রেমিকা সোমাকে এলাকার একটি তাঁত কারখানায় কাজ নিয়ে দেয়। গভীর প্রেমের টানে সোমা তার দুই বছরের একটি ছেলে সন্তানকে তার দাদীর কাছে রেখে সোহেলের হাত ধরে পালিয়ে যায়। সোহেলের ঘরে স্ত্রী ও এক পুত্রসন্তান রয়েছে।
এদিকে, সোহেলের স্ত্রী তার স্বামীর এমন কর্মকাণ্ডের জন্য ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেয়ার জন্য মালয়েশিয়ায় অবস্থানরত সোমার স্বামী সেলিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর গত ৭ জুলাই পরিবারের সম্মতিক্রমে মোবাইলের মাধ্যমে সোহেলে স্ত্রীর সঙ্গে সেলিমের বিয়ে হয় বলে জানায় স্থানীয়রা।
স্থানীয়রা আরও জানায়, সেলিমের স্ত্রী সোহেলের সঙ্গে পাঁচ মাস হল চলে গেছে। আর সোহেলের স্ত্রীর সঙ্গে সেলিমের বিয়ে হয়েছে সম্প্রতি। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই তাদের বিয়ে হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিস্তারিত ভিডিওতে 

                    


No comments

Thanks for you comment

Powered by Blogger.