গোপন তথ্য ফাঁস ! দেশের মহা সংকটের পর এবার ভারতে বড় সেনা সংকট ! Latest wo...

গোপন তথ্য ফাঁস ! দেশের মহা সংকটের পর এবার ভারতে বড় সেনা সংকট !




অস্ত্রের ঘাটতির তথ্যের পর এবার ভারতীয় সেনাবাহিনীর আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এলো। দেশটির সেনাশিবিরে এই মুহূর্তে আরো অন্তত ৫০ হাজার সেনাসদস্য প্রয়োজন বলে জানা গেছে।

গতকাল শুক্রবার লোকসভায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুভাষ ভামরে এ কথা জানিয়েছেন।
সুভাষ ভামরে জানান, এই মুহূর্তে ভারতীয় সেনার জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) পদেও অন্তত ২৫ হাজার ৪৭২ জন প্রয়োজন। এ ছাড়া সেনাবাহিনীর অন্যান্য পদে লোকবল প্রয়োজন আছে। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে ১৪ লাখ জওয়ান রয়েছেন।
এ ছাড়া দেশটির বিমানবাহিনীতে ১৩ হাজার ৩৭৩ জন এবং নৌবাহিনীতে ১৩ হাজার ৭৮৫ জন জওয়ানের প্রয়োজন আছে বলে উল্লেখ করেন ভামরে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই প্রতিমন্ত্রী বলেন, ভারতীয় সেনাবাহিনীতে জওয়ানদের অভাব মেটাতে কেন্দ্রের পক্ষ থেকে এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সেনা জওয়ানদের ট্রেনিংয়ের সুযোগ বাড়ানো হচ্ছে। দেশের স্কুল ও কলেজগুলোতে সেনার আদর্শ বোঝানো হচ্ছে। এ ছাড়াও সেনাবাহিনী সম্পর্কিত বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে মানুষের মধ্যে উৎসাহও বাড়ানো হচ্ছে। সেই সঙ্গে ভারতের যুব সম্প্রদায়ের মধ্যে সেনাবাহিনীর আদর্শ ও প্রয়োজনীয়তা বোঝাতে নানা ধরনের প্রচার করছে সরকার।
এর আগে গত ২১ জুলাই ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) এক প্রতিবেদনে জানায়, ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে যথেষ্ট পরিমাণে গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র মজুদ নেই। যার ফলে দীর্ঘ সময় ধরে যুদ্ধ করার সামর্থ্য নেই ভারতীয় সেনাবাহিনীর। বর্তমানে যে পরিমাণে গোলাবারুদ মজুদ রয়েছে, তা যুদ্ধের সময় বড়জোর ১০ দিনের চাহিদা মেটাতে পারে।
বিস্তারিত ভিডিওতে 

                 


No comments

Thanks for you comment

Powered by Blogger.