বীভৎস রূপ নিয়ে জন্ম নেওয়া মানুষ গুলো দেখুন ছবিতে ! চমকে যাবেন ?
বীভৎস রূপ নিয়ে জন্ম নেওয়া মানুষ গুলো দেখুন ছবিতে ! চমকে যাবেন ?
সন্তানের জন্ম দেওয়া এক নারীর জন্য চরম আনন্দের মুহূর্ত। যাকে ভাষায় বর্ণনা করা যায় না। একজন মহিলার কাছে এর চেয়ে খুশির মুহূর্ত আর কিছু হতে পারে না। তবে জন্মের সময় যদি কিছু গন্ডগোল হয় তাহলে দুঃখের শেষ থাকে না।
জিনগত কারণে এসব হয়ে থাকে। কারণ একটিমাত্র জিনও নানা শারীরিক ত্রুটি বা সমস্যার সৃষ্টি করতে পারে। যার ফলে বীভৎস শারীরিক আকার বা রূপ নিয়ে অনেকের জন্ম হয় পৃথিবীতে।
নিন্মে জেনেটিক নানা সমস্যা নিয়ে জন্ম নেওয়া মানুষদের সম্পর্কে জানানো হয়েছে। বিষয়টি বেশ ভয়াবহ হলেও এটি অবশ্যই জানার মতো একটি বিষয়।
১। এক চোখের শিশুঃ ভারতে ২০০৬ সালে এই শিশুর জন্ম হয়। জন্মের সময় শিশুটির মাত্র একটি চোখ ছিল। চিকিৎসকেরা মনে করেছিলেন, অ্যান্টি-ক্যানসার ড্রাগের ডোজের কারণেই এই সমস্যা হয়েছিল। জন্মের কিছুক্ষণের মধ্যেই শিশুটি মারা যায়।
২। বিশাল আকৃতির হাতঃ এই ধরনের রোগকে বলে ম্যাক্রোড্যাক্টিলাই। ২০০৭ সালে সাংহাই প্রদেশে এই ঘটনাটির জন্ম নেয়। লুই হুয়া নামে একজন ব্যক্তির বৃদ্ধাঙ্গুষ্ঠের মাপ দেখা যায় ১০.২ ইঞ্চি। আর তর্জনীর মাপ ছিল প্রায় ১২ ইঞ্চি।
৩। ব্যাঙের মতো চেহারাঃ ব্যাঙের মতো দেখতে শিশুটির জন্ম হয়েছিল নেপালে। তবে জন্মের আধঘণ্টা পর শিশুটি মারা যায়।
৪। তিনটি হাতঃ চিনে এই শিশুটির জন্ম হয়। জন্মের সময় তিনটি হাত নিয়ে জন্ম হয়েছিল এই শিশুটির। তবে চিকিৎসকেরা পরে অস্ত্রোপচার করে একটি হাত বাদ দেন ।
৫। উল্টো পাঃ উল্টো পা নিয়ে এই মহিলা চিনে জন্ম নেন। এভাবেই বেঁচে থাকার চেষ্টা চালিয়ে গিয়েছেন তিনি।
বিস্তারিত ভিডিওতে
No comments
Thanks for you comment