নতুন আইন ! সৌদিতে এবার নিজের ইচ্ছে মতো পোশাকে ঘুরে বেড়াতে পারবেন নারীরা!...

এবার নারীরা তাদের ‌ইচ্ছামত পোশাকে ঘুরে বেড়াতে পারবেন রক্ষণশীল দেশ সৌদি আরবে। সম্প্রতি দেশটির যুবরাজ সালমান জানান, উত্তর পশ্চিমের উপকূলে বিলাসবহুল রিসোর্ট বানাবেন। আর সেই উপকূলে নারীরা তাদের ‌ইচ্ছামত পোশাকে ঘুরে বেড়াতে পারবেন। দেশের অন্য অংশে নারীদের জন্য যে কঠোর পোশাকবিধি চালু রয়েছে তা শিথিল করা হবে।



এর মাধ্যমে রক্ষণশীলতার বেড়াজাল থেকে বেরিয়ে আসছে সৌদি আরব। তেল ভিত্তিক অর্থনীতি থেকে উৎপাদন ভিত্তিক অর্থনীতিতে ফিরতে চলেছে সৌদি আরব। আর সেই সুবাদে দেশটিতে খোলামেলা পরিবেশ তৈরি করতে চান যুবরাজ মহম্মদ বিন সালমান।

সংবাদপত্রের খবর অনুযায়ী, সৌদির এই এলাকার আইন হবে ‘‌আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ’‌। সেই লক্ষ্যেই ‘‌রেড সি প্রকল্প’‌ হাতে নিয়েছেন সৌদির থ্রোন প্রিন্স। সংযুক্ত আরব আমিরশাহীর শহর দুবাইতে আগেই বিকিনি আইনসিদ্ধ হয়েছে। আর তার জেরে সেখানে পর্যটন ব্যবসার রমরমা।

তবে শুধু নারীদের জন্য খোলামেলা পোশাকই নয়, ‘‌রেড সি প্রকল্প’‌–এ থাকছে প্যারাশুটিং, ট্রেকিং এবং রক ক্লাইম্বিংয়ের মতো ব্যবস্থাও। ২০১৯ সালের মধ্যে প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। প্রথম পর্বের কাজ শেষ হবে ২০২২ সালের মধ্যে। ২০৩৫ সালের মধ্যে দশ লক্ষ আন্তর্জাতিক পর্যটক টানার লক্ষ্যমাত্রা নিয়েছে সৌদি সরকার।

সৌদি আরবেও পর্যটন ব্যবসার অগ্রগতি চাইছেন সালমান। পশ্চিম এশিয়ার আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে গড়ে তুলতে চাইছেন সৌদি আরবকে। তার মতে, সে কাজ সম্পন্ন হলে তেলের ওপর নির্ভর নির্ভরশীলতা অনেকটাই কমবে।




No comments

Thanks for you comment

Powered by Blogger.