জিন তাড়ানোর নামে তরুণীদের পর্নো ভিডিও বানাতো ভণ্ড পীর আহসান হাবিব পিয়ার ...
জিন তাড়ানোর নামে তরুণীদের পর্নো ভিডিও বানাতো ভণ্ড পীর আহসান হাবিব পিয়ার
জিন ও ভূত তাড়ানোর নামে তরুণীদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে পর্নোগ্রাফী বানিয়ে পরে অর্থ দাবিকারী আহসান হাবিব পিয়ার (২৪) নামের এক ভন্ড পীরকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এর সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।
গতকাল মঙ্গলবার বিকেল ৫ টায় রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পর্নো উৎপাদন ও সংরক্ষন করার কাজে ব্যবহৃত কম্পিউটার, মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
এদিকে তথ্যপ্রযুক্তি ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার আহসান হাবিবকে আজ বুধবার দুদিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী এ আদেশ দেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, খিলগাঁও থানার পুলিশ আসামি পিয়ারকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আজ হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।
জানা যায়, অভিযুক্ত আহসাব হাবিব পিয়ার দাওরায়ে হাদিসে পড়াশুনা করেন। তিনি নিজে AHP TV নামে একটি ভুয়া টিভি চ্যানেল খুলে নিজেকে সাংবাদিক পরিচয় দিত। নিজের ইউটিউব চ্যানেলে সে ধর্মের কথা বলে জনপ্রিয়তা অর্জন করে। মধ্যপ্রাচ্যে তার অধিক জনপ্রিয়তা রয়েছে। সোশাল মিডিয়াতেও সে ধর্মের কথা বলে অনেক ফলোয়ার তৈরী করে। সে নিজেকে পীর দাবি করে জ্বীন তাড়ানোর কথা বলে মেয়েদের নির্যাতন করত। শুধু তাই নয় বিভিন্ন সময়ে মেয়েদের সাথে IMO এবং তার নিজ ফেসবুক অ্যাকাউন্ট দ্বারা যৌন উত্তেজক কথোপকথন করে ও এদের অনেককে নিজ বাসায় এনে ইমোশনাল ব্ল্যাকমেইল করে যৌন সম্পর্ক স্থাপন করত।
সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ এর অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ নাজমুল ইসলাম জানান, পীর দাবি করা ভণ্ড হুজুর মেয়েদের সাথে যৌন কর্ম করার সময় ভিডিও করে তার কম্পিউটারে সেগুলো সংরক্ষণ করত। পরে সুযোগমত ভিডিওগুলোর কথা বলে সেই মেয়েদেরকে ব্ল্যাকমেইল করে লক্ষ লক্ষ টাকা আদায় করত।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে খিলগাঁও থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ও পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
No comments
Thanks for you comment