ভারতজুড়ে ঝড় তুলেছে মুসলিম পুলিশকর্মী ও হিন্দু সেনার যে ছবি ! কিন্তু কেন ...

ভারতজুড়ে ঝড় তুলেছে মুসলিম পুলিশকর্মী ও হিন্দু সেনার যে ছবি!


মাঝে মাঝে একটি ছবিই যেন সব কথা বলে দেয়। এমনই এক ছবি বেশ কিছুদিন ধরেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে, এক পুলিশকর্মী বসে রয়েছে, এবং তার পাশে এক সেনা দাঁড়িয়ে রয়েছে।


সূত্রের খবর, ভারিতের সিআরপিএফের শ্রীনগর সেক্টরের একটি ট্যুইটার পেজে এই ছবিটি শেয়ার করা হয়। ছবির নিচে লেখা রয়েছে, শান্তির জন্য একসঙ্গে।

জানা যায়, ছবিটি জম্মু-কাশ্মীরের, যেখানে এক মুসলিম পুলিশকর্মী বসে নামাজ করছেন, অন্যদিকে তার পাশে দাঁড়িয়ে কড়া নজরদারিতে ব্যস্ত এক হিন্দু সেনা। এই ছবিটি শেয়ার করার স্নগে সঙ্গেই ভাইরাল হতে শুরু করে।

অনেকেই সেখানে মন্তব্য করেন, এই দেশের নাগরিক হতে পেরে তারা গর্বিত। অনেকে আবার জানান, এটাই আসল ভারতবর্ষ। এই ছবি বলিউড তারকারাও শেয়ার করতে শুরু করেছেন।

তবে এর আগেও এই সৌহার্দ্যের ছবি বার বার দেখা গেছে ভারতে। এর আগে পবিত্র ঈদে ভারত-পাকিস্তান সীমান্তে মিষ্টি আদান-প্রদান করতেও দেখা গেছে। সীমান্ত নিয়ে সমস্যা থাকলেও দুই দেশে ঈদ জমজমাট ভাবে পালন করা হয়ে থাকে।

বিস্তারিত ভিডিওতে 

                       


No comments

Thanks for you comment

Powered by Blogger.